ধর্মপাশায় জাতীয় গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০২৫

ধর্মপাশায় জাতীয় গণহত্যা দিবস পালিত

সেলিম আহম্মেদ,ধর্মপাশা :  বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহবুবুর রহমান কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক  ও বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সাংবাদিক সেলিম আহম্মেদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ