তাহিরপুরে বিএনপি’র ইফতার মাহফিল

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

তাহিরপুরে বিএনপি’র ইফতার মাহফিল

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপি’র চেয়ারপারসন, বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া ও দেশের সমৃদ্ধি কামনায় সুনামগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আনিসুল হকের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আনিসুল হকের ব্যক্তিগত আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে সাবেক জেলা বিএনপি’র মানবাধিকার বিষয়ক সম্পাদক নব্বইয়ের সৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো ছাত্রনেতা বাদাঘাট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মো. রাখাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সহ-সভাপতি আনসার উদ্দিন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহব্বায়ক বাদল মিয়া প্রমুখ।সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য বাবু ভাস্কর রায়,একে এম নাসের উজ্জল, এমদাদুল হক,ইলিয়াস মিয়া,যুবদল আহব্বায়ক এনামুল হক,সদস্য সচিব আবু সায়েম সহ অন্যান্ন নেতৃবৃন্দ।

আজকের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান , উপজেলা বি এনপির যুগ্ম আহব্বায়ক, রাজপথ কাঁপানো ছাত্রনেতা, জনাব রাখাব উদ্দিন বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামে রাজপথে আমরা সক্রিয় থেকে ফ্যাসিষ্ট হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি।আমাদের এই সংগ্রাম আজ সফলতার ধারপ্রান্তে, আসুন আমরা সকলে মিলে জনাব আনিসুল হককে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করি।

আজকের সভার প্রধান অতিথি বি এনপির মনোনয়ন প্রত্যাশি আনিসুল হক বলেন,দীর্ঘ ১৭ বছর এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে হাজার হাজার নেতা কর্মী জেলে গেছে। গুম ও খুনের শিকার হয়েছে। আমাদের সিলেটের কিংবদন্তি এম ইলিয়াস আলী সহ অসংখ্য নেতা কর্মী গুম হয়েছে আজও তাদের কোন খোজ মেলেনি। আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়েছি। মৃত্যু কে সামনে রেখে আমরা এগিয়ে গেছি। আজকের এই ইফতার মাহফিল থেকে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ