প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২৫
আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে চলমান আগ্রাসন ও নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জে
বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার উলামায়ে কেরাম ও তৌহিদী জনতা।
শুক্রবার (২১মার্চ) জু্ম্মার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও পাড়া-মহল্লা থেকে আলেম-উলামা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ মানুষ খন্ড খন্ড মিছিলসহকারে জামালগঞ্জ উপজেলা পরিষদ গেট প্রাঙ্গণে সমবেত হন।
তৌহিদী জনতার পক্ষে মাওলানা আলতাফুর রহমান’র সভাপতিত্বে ও মাওলানা মাছরুফ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা কাউসার আহমদ,মাওলানা আলী আকবর,মাওলানা মফিজুর রহমান আলাল, আব্দুল্লাহ আল মামুন,আলী আক্কাস মুরাদ, , মাওলানা মতিউর রহমান, আতিকুর রহমান,ক্বারী আব্দুল কুদ্দুস,হাফিজ আরিফুল ইসলাম রনি,মাওলানা তৌহিদুল ইসলাম প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,
যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান করতে চাই, আপনারা ফিলিস্তিনের দুর্দিনে এগিয়ে আসুন। নারী-শিশুদের প্রতি যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, অবিলম্বে এই হামলা বন্ধ না হলে পুরো মুসলিম বিশ্ব ইসরাইলের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
আজ আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার প্রতিবাদে সমবেত হয়েছি। আমরা রোজা শেষে খাবারের বন্দবস্ত করি। কিন্তু, ফিলিস্তিনের জনগণ রাত পর্যন্ত বাঁচবে কী না সেই চিন্তা করে। আমরা জাতিসংঘ এবং ওআইসি-এর প্রতি আহ্বান জানাই, আপনারা ফিলিস্তিন সংকট সমাধানে এগিয়ে আসুন। তা না হলে এমন সংগঠনের কোনো প্রয়োজন নেই। আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সেই পূর্বের মানচিত্রে দেখতে চাই।
আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। আজকের এ বিক্ষোভ মিছিল থেকে আমরা সহানুভূতি জানাচ্ছি। বিশ্বের যেকোন প্রান্তে যদি মুসলিমরা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমাদের দেহও যেন আঘাতপ্রাপ্ত হয়। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি তার নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য। বিশ্বের যে কোন প্রান্তে একজন মুসলিম আক্রান্ত হলে আমাদের দেহ’ই আক্রান্ত হয়েছে বলে মনে করি। আজকের বিক্ষোভ থেকে আমরা ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে ইহুদিবাদী ইসরাইলের যত পণ্য আছে সেগুলো বর্জন করার আহবান জানান।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest