প্রকাশিত: ৯:১১ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৫
বিজ্ঞান ও প্রযুক্তির যুগে কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, বিনোদন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার জ্ঞান আজ বাধ্যতামূলক। এই চাহিদাকে প্রাধান্য দিয়ে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে প্রতিষ্ঠিত হয়েছে গ্রাফিক্স কম্পিউটার ট্রেনিং সেন্টার। আধুনিক জীবনযাপন ও চাকরির বাজারে দক্ষতা অর্জনের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি কম্পিউটার প্রশিক্ষণের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
প্রতিষ্ঠানটির পরিচালক সুরঞ্জিত দাস জানান, “কম্পিউটার জ্ঞান ছাড়া আজকের যুগে এগিয়ে যাওয়া অসম্ভব। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়ে আত্মনির্ভরশীল হতে পারে।” অভিজ্ঞ প্রশিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে এখানে বেসিক কম্পিউটার কোর্স ও ডিপ্লোমা ইন কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মাইক্রোসফট অফিস (এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস), ফটোশপ, ই-মেইল ও ইন্টারনেট ব্যবহার এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে হাতে-কলমে শেখানো হয়।
প্রতিষ্ঠানটির বৈশিষ্ট্য হলো সুন্দর ও মনোরম পরিবেশে যুগোপযোগী কারিকুলাম। দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত এই ট্রেনিং সেন্টারে শিক্ষার্থীরা শুধু প্রযুক্তিগত জ্ঞানই অর্জন করছে না, পাশাপাশি চাকরি ও ফ্রিল্যান্সিংয়ের মতো ক্ষেত্রে নিজেদের প্রস্তুত করছে। স্থানীয় যুবসমাজের মধ্যে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। অনেকেই মনে করছেন, এলাকায় দক্ষ মানবসম্পদ তৈরিতে এই প্রতিষ্ঠান একটি মাইলফলক হয়ে থাকবে।
**কোর্সের বৈশিষ্ট্য:**
– মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন্স (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস)
– গ্রাফিক্স ডিজাইন (ফটোশপ)
– ই-মেইল ও ইন্টারনেট ব্যবহার
– অপারেটিং সিস্টেম ম্যানেজমেন্ট
– প্রাকটিক্যাল ও প্রজেক্ট-ভিত্তিক শেখার পদ্ধতি
প্রযুক্তি নির্ভর এই যুগে গ্রাফিক্স কম্পিউটার ট্রেনিং সেন্টারের মতো উদ্যোগ তরুণদের জন্য আশার আলো হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা। বিস্তারিত জানতে যোগাযোগ: মোবাইল-01613046959, সাচনা বাজার, জামালগঞ্জ, সুনামগঞ্জ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest