তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১ টা থেকে শুরু করে দুপুর পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের অধিনে থাকা শনি মাটিয়ান,ঘোরমার হাওর, টাঙ্গুয়ার হাওর, মহালিয়া সহ বেশ কটি ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন,সমর কুমার পাল অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুনামগঞ্জ , মামুন হাওলাদার নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ, মোঃ আবুল হাসেম উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাহিরপুর সহ সংশ্লিষ্ট পিআইসির সভাপতি সদস্যবৃন্দ ।
পরিদর্শনকালে পিআইসি সভাপতি, সদস্য সচিব ও সদস্যদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, বোরো ফসল হচ্ছে অত্র এলাকার একমাত্র ফসল।
এই ফসল ঘরে তুলার আগ পর্যন্ত ফসল রক্ষা বাঁধ তদারকিতে রাখতে হবে। বাঁধের কোথাও কোনো ক্ষতি বা ফাটল দেখা দিলে সাথে সাথে তাতে পানি দিয়ে কমপেকশন করে সেরে নিতে হবে।
আর যদি কোনো একটি বাঁধ কোনো কারণে ভেঙ্গে গিয়ে হাওরে পানি প্রবেশ করে হাওরের ফসল হানি ঘটে তাহলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, আমাদের তাহিরপুর উপজেলার সবকটি হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ সমাপ্ত করে এখন গাস লাগিয়ে পানি দেওয়া হচ্ছে। আশা করছি কৃষকেরা নিশ্চিন্তে নির্বিঘ্নে এবার তাদের সোনালী ফসল ঘরে তুলতে পারবে।পি আইসি সভাপতি সদস্য সচিবরা সার্বক্ষণিক বাঁধে অবস্থান করছেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন