শাহ আরেফিন রাঃ ওরস ও গঙ্গা স্নান বারুণী মেলা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

শাহ আরেফিন রাঃ ওরস ও গঙ্গা স্নান বারুণী মেলা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  হযরত শাহ আরেফিন রঃ ওরস ও পনাতীর্থ গঙ্গা স্নান সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহি অফিসার জনাব আবুল হাসেমের সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে বেলা ১১টায় এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্ব সম্মতি ক্রমে
হযরত শাহ আরেফিন রহ ওরস উদযাপন এবছর পবিত্র রমজান মাস ও শবেকদর এর রাত্রির গুরুত্ব বিবেচনায় স্থগিত করা হয়েছে। সেই সাথে ওরস সময় পর্যন্ত সন্ধার পর শাহ আরেফিন (রহ)আস্থানা এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে, এবং সেটি বাস্তবায়নের জন্য বিজিবি কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও রাজার গাঁও শ্রী শ্রী অদৈত মন্দিরে নির্দীষ্ট তিথিতে গঙ্গাস্নান শান্তিপুর্ন নিরাপদে উদযাপনের আলোচনা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা বি এনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার,তাহিরপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি রতন গাঙ্গুলি, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলম সাব্বির, দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, ছাত্রদল সদস্য সচিব মুন্না সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ