ধর্মপাশা উপজেলা বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২৫

ধর্মপাশা উপজেলা বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

সেলিম আহম্মেদ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির নব-গঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক এস এম রহমত, নুরুল ইসলাম, জুলফিকার আলী ভুট্ট, সদস্য আব্দুল মোতালেব খান, আফসার আলম চন্দনপীর, মুজিবুর রহমান মজুমদার, ইকবাল হুসেন মন্টু, মামুনুর রশিদ শান্ত, কাজী মাজারুল হক, আফজাল হোসেন স্বপন, সাবিকুন্নাহার শিল্পী, সৈয়দ মাহবুবুল হক কায়দার, মো: সালাহ উদ্দিন, নেহাল উদ্দিন, রতন আশরাফ, হাদীস মিয়া, আব্দুল মতিন মির্জা, মো.লাল মিয়া, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে  ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন,

তৃণমূল থেকে বিএনপিকে আরও সুসংগঠিত করতে সৎ, মেধাবী ও আদর্শবান নেতাকর্মী গড়ে তোলা, ইউনিয়ন পর্যায় ইফতার আয়োজন,দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয় মতবিনিময় সভায়।

এ সংক্রান্ত আরও সংবাদ