আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
জামালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা সহ চার মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে নয়াহালট গ্রামের মৃত রহমত উল্ল্যার ছেলে কামরান (৫৫),মৃত আফতাব মিয়ার ছেলে শহিদ মিয়া (৫৯), মহরম আলীর ছেলে উজ্জ্বল (৩০) ও দক্ষিণ কামলাবাজ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে কবির(৪৬) কে গ্রেফতার করে যৌথ বাহিনী। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই শামীম কবির সঙ্গীয় ফোর্স সহ সেনাবাহিনীর টিম কমরান মিয়ার বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে চারজন সহ ২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। জামালগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী এর ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কুখ্যাত মাদক কারবারি চারজনকে গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন