স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের সেই আলোচিত ইকবাল দম্পতিকে দুদকের দুর্নীতির মামলায় জেলে থাকা বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছা. রেহেনা বেগমকে চাকরি থেকে সাময়কি বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সুনামগঞ্জের সিভিল সার্জন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই ব্যবস্থা নেওয়া হয়। সরকারি বিধি অনুযায়ী বরখাস্ত হতে পারেন একই মামলায় হাজতে থাকা রেহেনা বেগমের স্বামী ঘোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ইকবাল হোসেন। আগামীকাল সোমবার তাকে চিঠি পাঠানো হবে।
সুনামগঞ্জ সিভিল সার্জন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপারের বরাতে জানা গেছে, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোছা. রেহেনা বেগম, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) তৎসহ দন্ডবিধি ১৮৬০ এর ১০৯ মূলে বিগত ২৫/০২/২০২৫ খ্রি. হতে সিলেট কেন্দ্রীয় কারাগার-২, বন্দর বাজারে অন্তরীণ রয়েছেন।
তাই, আপনাকে বাংলাদেশ সার্ভিস রুলস (বিএসআর) পার্ট- ১ এর ৭৩ নম্বর বিধি অনুযায়ী জেল হাজতে প্রেরণের তারিখ থেকে অর্থাৎ ২৫/০২/২০২৫ খ্রি. তারিখ থেকে সরকারি চাকরি হতে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
এবিষয়ে ডেপুটি সিভিল ডা. সার্জন শুকদেব সাহা বলেন, দুদকের মামলায় মোছা. রেহেনা বেগম হাজতে থাকায় বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, আমরা সোমবার সরকারি বিধি অনুযায়ী স্বাস্থ্য বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমানের কাছে ঘোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ইকবাল হোসেনকে সাময়িক বরখাস্তের জন্য চিঠি দেবো।
প্রসঙ্গত, সুনামগঞ্জ সদর হাসপাতালের বহুল আলোচিত ইকবাল হোসেন ও মোছা রেহেনা বেগম দম্পতির জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার মামলায় কারাগারে যেতে হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সিলেট মহানগর সিনিয়র স্পেশাল জজ রুকনউজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রায় চার বছর আগে ইকবাল ও রেহেনা দম্পতির বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুটো পৃথক মামলা দায়ের করে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন