ভাটির দেশ
আবু তালহা বিন মনির
ভাটির দেশে জন্ম তবে
ভাটির গান গাই।
গদ্যে আঁকি ভাটির ছবি
পদ্যে বুলি আওড়াই।
সবুজ শ্যামল ভাটির দেশ
ছবির মতো সরল।
ছলাৎ ছলাৎ জলের ধ্বনি
নেই তো কোনো গরল।
লাঙল জোয়াল কুন্ধের কূড়া
বুরো ধানের কেশ।
বালি হাঁসের শা শা ধ্বনি
পানকৌড়ির দেশ।
মাঝিমাল্লা জেলে চাষা
সহজ সরল হাসি।
সিঙরা-শালুক রুই-কাতলা
ধন রাশি রাশি।
বক-শালিক মাছরাঙা
পাতিহাঁসের সারি।
চড়ুই পাখির খড়ের বাসা
মুগ্ধতার হাতছানি।
উজাউরী ফুলের কোমল সুভাস
নাচে নদীর পাড়।
বয়ে চলা কলতানে
ভাটির গুনগান।
হিজল-করচ হুগলার গড়া
বনতুসীর বাগ।
চাইল্লা বনের সংগ্রামে
ভাটির জীবন ছাপ।
জারী সারি ভাটিয়ালি
যাত্রাপালার সুর।
ভাটির দেশের জীবন চিত্র
করুণ ও মধুর।
শিলাবৃষ্টি ঝড়তুফানে
দোহাই শারফিন ধ্বনি ওঠে।
মুর্শিদ নামে শিরনী মানে
বালা-মুসিবত তাড়িয়ে দিতে।
দূর্বাঘাসে শিশির ফোঁটা
মুক্তা ঝরা রূপ।
পুব আকাশে নতুন সুরুজ
স্নিগ্ধতা ছড়ায় খুব।
বিল ঝিল হাওর বাঁওড়
নদী নালার দেশ।
জলে ভাসা ভাটির জীবন
রূপকথার আবেশ।
লেখক-:
আবু তালহা বিন মনির
শিক্ষার্থী (ইতিহাস বিভাগ)
জামালগঞ্জ সরকারি কলেজ,জামালগঞ্জ,সুনামগঞ্জ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন