প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২
সুনামগঞ্জ প্রতিনিধি: বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে বাংলাদেশ গ্যাজেট বহির্ভূত কর্মকান্ড চালাচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ও কর্তৃপক্ষের সুষ্ঠু সুরাহাকল্পে এক মানব বন্ধন করেছে তৃণমূল সর্বস্তরের জনগন। সরেজমিনে, ২১ ডিসেম্বর ২০২২ ইং রোজ বুধবার সকাল ১১ ঘটিকায় ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদ সম্মুখে ও বিকাল ৪ ঘটিকায় সাতগাঁও উচ্চ বিদ্যালয় সাহাপুর মাঠে সর্বস্তরের জনগণ ও সুশীল সমাজ প্রতিনিধিগণ এর যৌথ অংশগ্রহণে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এতে ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে সুশীল সমাজ প্রতিনিধ শেখ দেলোয়ার হোসেন দিলু মাস্টার পরিষদের জন্ম ও মৃত্যু নিবন্ধন ও সংশোধন এর রশিদ বিহীন অবৈধ ফি আদায়, সংবিধান পরিপন্থী হোল্ডিং ট্যাক্সের বর্ধিত ফি আদায়ের প্রতিবাদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাগুয়া গ্রামের হাফেজ আব্দুল হাবিজ, বসন্তপুর গ্রামের আব্দুল মালেক, রাজেন্দ্রপুর গ্রামের আব্দুল শাহেদ, বাগুয়া গ্রামের আব্দুল খালেক, সাহাপুর গ্রামের আশরাফুল ইসলাম, খিরধরপুর গ্রামের নুর আহমদ, অনন্তপুর ধাওয়া গ্রামের আব্দুল আজিজ, আলমা ডহর গ্রামের কমর উদ্দিন, বাগুয়া গ্রামের মুক্তিযোদ্ধা সন্তান আলমগীর হোসেন, রাজনগর গ্রামের হেমেন্দ্র দাস,সাহা পুর গ্রামের শেখ শাহজাহান প্রমূখ ব্যক্তিবর্গ সহ-সর্বস্তরের জনসাধারণ। বক্তব্যে আরোও উল্লেখ করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে সেবাখাতে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে যাচ্ছে সেখানে দুর্ণিতি ও অনিয়মের ফলে সাধারন জনগন পড়ছে বিপাকে এবং অনেক ক্ষেত্রে গুপন ফি আদায় করে পকেট ভারী করছে পরিষদের গুরুত্বপূর্ণ পদে থাকা দায়িত্ববানরা। ইউনিয়ন পরিষদ জনগনের পরিষদ বলা হলেও জনগন নোটিশ বোর্ড মারফত কোন তথ্যই পান না। অসহায় দরিদ্র শ্রেণি পেশার মানুষদের অর্থাৎ শুধু মাথাগুজার ঠাই যাদের রয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার বা ত্বদূর্ধ টাকা আদায়ের অভিযোগ উঠেছে । জন্ম ও মৃত্যু নিবন্ধন ফি ১-৫ বছরের শিশুদের জন্য ৫০ টাকা সরকারিভাবে ধার্য হলেও নেওয়া হচ্ছে ১২০ বা তারচেয়ে বেশি টাকা। এমনকি ইউনিয়ন পরিষদের কর্মকান্ড সম্পর্কে দীর্ঘদিন কোন বার্তা প্রকাশ হয়নি এমনটি পরিলক্ষিত হয়েছে ফতেপুর ইউনিয়নের নোটিশ বোর্ডে। জন্ম ও মৃত্যু নিবন্ধনে হাইডেন ফি আদায় করার অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানকে এ ব্যপারে বক্তব্য নেওয়ার জন্য ইউনিয়ন পরিষদে পাওয়া যায় নাই এবং উভয়ের মুঠোফোনটি অসংখ্যবার রিং হলেও রিসিভ করেননি।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest