প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
সুজন তালুকদার : ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রাজনৈতিক মামলার আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে মাহবুব (৩২)কে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার ১৫ মার্চ রাত ১১ টার দিকে উপজেলার গোবিন্দগঞ্জ
বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। ছাতক থানার এসআই মো.সিকান্দর আলী, এসআই মো.আশরাফুল, এএসআই
মোহাম্মদ তোহা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করেছেন।
আব্দল্লাহ আল মামুন ওরফে মাহবুবগোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়নের তকিপুর- পুর্ব চানপুর গ্রামের আব্দুল তাহিদের পুত্র ও সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য, ছাতক উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি।
ছাতক থানার সেকেন্ড অফিসার এস আই মোহাম্মদ আব্দুস ছাত্তার জানান, ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.০২. ২০২৫ খ্রি,ধারা-The Special Powers Act, 1974 Section 15 (3)/25-D এর সন্দিগ্ধ আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে মাহবুব ।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো.মোখলেছুর রহমান আকন্দ আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest