প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫
সেলিম আহম্মেদ : সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশের ব্যবহৃত বেশ কিছু শার্ট, প্যান্ট, টুপি ও বেল্ট পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করেছে পুলিশ। এতে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ভীমখালী ইউনিয়নের কারেন্টের বাজার সংলগ্ন ফেকুল মাহমুদপুর পশ্চিম পাড়া জামে মসজিদের পেছনের পরিত্যক্ত জায়গা থেকে এসব পোশাক উদ্ধার করা হয়।
ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান
বলেন, স্থানীয়রা এতোগুলো পোশাক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে খবর দেয়, পরে এ বিষয়টি পুলিশকে জানালে তাঁরা এসে এসব পোশাক উদ্ধার করে নিয়ে যায়। এতে এলাকার মানুষ চরম আতঙ্কিত বলেও জানান তিনি। কারণ, গেল কয়েকদিন আগে পুলিশ জানিয়েছিল আমার ইউনিয়নে ডাকাত হানা দিতে পারে। এমন খবরে আমারা সতর্ক অবস্থানে থাকায়, ডাকাতরা হয়তো কোন সুযোগ না পেয়ে এ পোশাক গুলো পেলে চলে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আরিফ উল্লাহ জানান, সপ্তাহ খানেক আগে একটি ডাকাতদল হানা দেওয়ার খবরে এলাকায় মাইকিং করা হয়। সেজন্য হয়তো ডাকাতির ঘটনা ঘটেনি, সম্ভবত এটা তাদেরই কাজ। বিষয়টি নিয়ে তদন্ত কাজ চলছে বলেও জানান তিনি।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest