বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জ এর ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জ এর ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার  সন্ধ্যায় সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টে বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জ  এর সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল’র  সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়া’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বিশ্বম্ভরপুর সমিতি সুনামগঞ্জ এর উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সুনামগঞ্জ সদর হাসপাতালের পরিচালক  ডা. মাহবুবুর রহমান স্বপন, মুফতি আব্দুল হক,  তাহিরপুর কল্যাণ সমিতি, সুনামগঞ্জের সভাপতি আবুল কালাম আজাদ, বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জ এর উপদেষ্টা অ্যাভোকেট আলম নূর  হীরা,মো.মহিবুর রহমান,নূরুল ইসলাম ও সিএ তফাজ্জুল হোসেন বাবুল।

স্বাগত বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর  সমিতি, সুনামগঞ্জ এর সাধারণ সম্পাদক মোড়ল মাসুদ জামান লিটন।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জ এর সহ- সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম ও বিশ্বম্ভরপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এন.ডি উছমান গনি।
ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শেখ আহমদ শফি। মোনাজাত পরিচালনা করেন, হযরত মাওলানা আলী নূর।

অন্যান্যের মধ্যে বিশ্বম্ভরপুর সমিতি, সুনামগঞ্জ এর সহ- সভাপতি  মাওলানা আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো.জহিনূর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম,সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গফফার, অর্থ সম্পাদক সার্জেন্ট অব. জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক  সেলিম আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছা. হাজেরা খাতুন, কার্যনির্বাহী সদস্য মো. শওকত হোসাইন, মো.শাহজাহান,নিখিল চন্দ্র দেবনাথ, রাকিবুল হাসান সোহেল, মো.ইসমাইল হোসেন, গোলাম মাওলা,মো.খালেকুজ্জামান ও মো.জিয়াউল হক সোহাগ প্রমুখসহ বিভিন্ন শিক্ষক সমিতির সভাপতি – সাধারণ এবং বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক – শিক্ষার্থীসহ সুনামগঞ্জ শহরে বসবাসরত বিশ্বম্ভরপুরের  বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ