ছাতকে মাদ্রাসা ছাত্রীাে ধর্ষনের চেষ্টায় বখাটের বাড়িঘর ভাঙচুর ; অভিযুক্ত কারী গ্রেফতার

প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

ছাতকে মাদ্রাসা ছাত্রীাে ধর্ষনের চেষ্টায় বখাটের বাড়িঘর ভাঙচুর ; অভিযুক্ত কারী গ্রেফতার

সুজন তালুকদার :  ছাতকে ১০ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগে বখাটে যুবকের বাড়িতে ভাঙচুর ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের এক মাদ্রাসা ছাত্রী (১০) গ্রামের মসজিদ সংলগ্ন মাদ্রাসার কোরআন শিক্ষা কেন্দ্রে যাওয়ার পথে একই গ্রামের মৃত ছমরু মিয়ার বখাটে ছেলে সাবুল মিয়া (২৫) ওই শিশু কন্যাকে মাদ্রাসার দুতলায় নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে । এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় বখাটে।
দিনব্যাপী ঘটনা গোপন রেখে সমঝোতার চেষ্টা করে গ্রামের একটি মহল। এক পর্যায়ে সমঝোতায় ব্যর্থ হলে বিষয়টি জানাজানি হয়ে যায়৷
এ ঘটনার খবর পেয়ে রাতে বখাটে সাবুল মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে এলাকাবাসী৷ এসময় তারা বখাটে যুবকের গ্রেফতারের দাবি করেন
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ চলমান রয়েছে বলে জানিয়েছেন
ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ