আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর"র কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে জামালগঞ্জ নির্বাচন অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। নির্বাচন অফিসের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম, নির্বাচন অফিসের স্টাফ মোশাররফ আলম মুসা, আফজাল হোসেন শাহীন, মোজাহারুল ইসলাম, তারা মিয়া প্রমুখ।
মানববন্ধনে উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন, জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সরাসরি ভোটার তালিকার সঙ্গে যুক্ত। এটি নির্বাচন কমিশনের অধীনে থাকলে ভোটার তালিকা সঠিক ও নির্ভুল রাখা সহজ হয়। একাধিক সংস্থার অধীনে থাকলে দ্বৈততা ও সমন্বয়ের অভাব দেখা দিতে পারে। এতে করে জনগণের ভোগান্তি হবে। নির্বাচন কমিশনের অধীনে থাকলে এটি সুসংগঠিত ও স্বচ্ছভাবে পরিচালিত হয়।
তিনি আরোও বলেন, জাতীয় পরিচয়পত্র শুধু একটি কার্ড নয়, এটি নাগরিকের অধিকার ও রাষ্ট্রীয় সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে থাকাই সর্বোত্তম ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন