সেলিম আহম্মেদ
সুনামগঞ্জের মধ্যনগরে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ জানান, বালু-পাথর ও কয়লাবাহী পরিবহন থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কিছুদিন ধরে হোসেনপুরের হারুন মাহমুদ ও সাউদপাড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হযরত আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সন্ধ্যায় মহিষখলা বাজারে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায় হযরত আলীর লোকজন হারুনের লোকজনকে ধাওয়া দেয়। পরে হারুন পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হজরত আলীর লোকজনের সাথে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। পরে সংঘর্ষের খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী পুলিশ সুপার ( সার্কেল) আলী ফরিদ সংবাদকে বলেন, বালু পাথরবাহী গাড়ি থেকে চাঁদা আদায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি'র দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন