ছাতক প্রতিনিধি
ছাতকে ছাত্রী ধর্ষণের অভিযোগে ইসলামপুর ইউনিয়নের বনগাঁও-উত্তরপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব মাও. শফিকুর রহমান (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ঈমাম শফিকুর রহমান সিলেটের গোয়াইনঘাট উপজেলার বনী গ্রামের মৃত আব্দুল বারীর পুত্র। ৯ মার্চ রবিবার দুপুরে ভিকটিমের ফুফু সোনারা বেগম বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা নং ১১ (৩) ২৫ দায়ের করেন। এ মামলার প্রেক্ষিতে মাও.শফিকুর রহমানকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।
গত ৬ মার্চ যোহরের নামাজের পর বনগাঁও উত্তরপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব মাও.শফিকুর রহমানের কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ঈমাম অন্যান্য ছাত্রীদের
বিদায় করে দিয়ে ভুক্তভোগী ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান,আসামিকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন