ধর্মপাশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫

ধর্মপাশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ধর্মপাশা প্রতিনিধি::
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

সোমবার (১০মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের (ডিডিএম) উদ্যোগে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিস্তর আলোচনা করেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সাংবাদিক সেলিম আহম্মেদ, বেসরকারি সংস্থা পারি’র মনিটরিং কর্মকর্তা মনিরুজ্জামান মজুমদার, ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, আবুল কাসেম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ