প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২
সুজন তালুকদার,ছাতক: ছাতকের ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ গভর্নিংবডির সদস্য ও উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক তাপস দাশ পুরকায়স্থ,ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সহ সভাপতি বদর উদ্দিন আহমদ,অর্থ সম্পাদক বিজয় রায় প্রমূখ। সভায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সূবর্ণজয়ন্তী এবং কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পূনর্মিলনী উৎসব পালনে গৃহীত বিভিন্ন কর্মসূচী তুলে ধরে কলেজ অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, ছাতকের প্রাচীনতম এ মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মেলবন্ধনে কলেজ ক্যাম্পাস মূখরিত হওয়ার অপেক্ষার প্রহর গুনছে। আগামী ৩১ ডিসেম্বর সেই মাহেন্দ্রক্ষনকে স্মৃতির পর্দায় ধরে রাখতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার প্রয়োজন রয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest