তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পরিচালনা পরিষদ সদস্য নুরুল হক আফিন্দী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর রক্ষাবাঁধ পরিদর্শন করেছেন।
বুধবার তিনি পাউবো কর্মকর্তাদের নিয়ে হাওরে যান এবং বাঁধ পরিদর্শন করেন।
নুরুল হক আফিন্দী তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরে ৪৮, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৯, ৬০, ৬১, ৬২ ও ৭৩ নং প্রকল্প পরিদর্শণ করেন। এসময় তিনি গতাশা প্রকাশ করেন এবং পাউবো কর্মকর্তাদের কাছে কাজের জবাবদিহী চান।
নুরুল হক আফিন্দী বলেন, ২৮ ফেব্রুয়ারি সকল বাঁধের কাজ শেষ হওয়ার কথা থাকলেও আজ তাহিরপুর উপজেলায় হাওর রক্ষা বাঁধের কাজ দেখে হতাশ হলাম। এ যাবৎ আমি দিরাই, শাল্লা, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরে বাঁধ পরিদর্শণ করেছি। কিন্তু তাহিরপুরের মতো এতা বেহাল অবস্থা দেখিনি কোন উপজেলায়। এখন পর্যণ্ত বাঁধের মাটির কাজউ শেষ হয়নি। কয়েকটি ক্লোজার রয়েছে ঝুঁকির মধ্যে এ অবস্থায় বৃষ্টি হলে কি হবে বলা যাচ্ছে না। আমার মনে হয় এ দায় আমি সহ পাউবোকে নিতে হবে কারণ আমরা ঠিক মতো মনিটরিং করিনি। তিনি এসব পিআইসির বিষয়ে ব্যবস্তা নিতে পাউবো কর্মকর্তাদের আহ্বান জানান।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন