প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২৫
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগন্জের তাহিরপুরে নব গঠিত উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটি বাতিল চেয়ে পুর্নগঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মী সমর্থকেরা
তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ হলো সদ্য ঘোষিত ২১ সদস্যের তাহিরপুর উপজেলা আহবায়ক কমিটিতে আত্মীয়করণ সহ আওয়ামীলগকেই পূনবার্সন করেছে জেলা আহবায়ক কমিটি।
এরই প্রতিবাদে মঙ্গলবার বিকেলে উপজেলার জনতা বাজারে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ত্যাগী নেতাকর্মীরা শালা দুলা ভাইয়ের কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আবুল কাসেম, রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হুসেন, বিএনপি নেতা আবুল হোসেন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক আ.মোতালিব, যুবদলের যুগ্ম আহব্বায়ক শফিকুল ইসলাম, বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ
সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির আহবৃবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) আব্দুল হক তাঁর এক শ্যালককে তাহিরপুর উপজেলা বিএনপির কমিটিতে সদস্য হআজকেই সেবে স্থান দিয়েছেন। যে কিনা বিগত দিনে আওয়ামী লীগের নিবেদিত লোক হিসেবে এলাকায় পরিচিত। আওয়ামী লীগ ঘেঁষা এমন অনেককেই এই কমিটিতে স্থান দেয়া হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত, কারা বরণ ও নাশকতা মামলায় সবচেয়ে বেশি জর্জরিত হয়েছে বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। অথচ জেলার নীতিনির্ধারকদের কাছে আজ এসব নেতাকর্মীরাই বেশি অবমূল্যায়িত ও বৈষম্যের শিকার হয়েছেন।
সাবেক ছাত্রনেতা আবুল হুসেন বলেন, আমি জীবনে অনেক কমিটি দেখেছি, কিন্তু এরকম বৈষম্য আমি কখনো দেখিনি, উত্তর বড়দল হলো বি এনপির একটি ভোট ব্যাংক, অথচ জেলা উপজেলার নেতারা পরিকল্পিতভাবে নেতৃত্ব শুন্য করার জন্য আমাদেরকে বাদ দিয়েছে এই কমিটি থেকে।আমি সকলের সাথে তাল মিলিয়ে বলবো এখানে তারেক রহমানের কথা শুনা হয়নি। নেতারা টাকার বিনিময়ে কমিটি দিয়েছে।আমরা এই ভুয়া বৈষম্যময় কমিটি প্রত্যাহার চাই অন্যতায় বৃহত্তর আন্দোলনের ডাক দিব। প্রয়োজনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করে এদের চরিত্র উন্মোচন করবো।জেল খাটবো আমরা মামলা খাবো আমরা, আর তোরা টাকা খেয়ে কমিটি দিবে তা হবেনা।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমটির সদস্য (স্বাক্ষর প্রাপ্ত) এ্যাড.আব্দুল হক জানান,২১ সদস্যের কমিটিতে ইচ্ছে করলেও সবাইকে স্থান দেয়া কঠিন। আমরা ত্যাগী নেতাকর্মীদের স্থান দেয়ার জন্য চেষ্ঠা করেছি।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest