জামালগঞ্জে বিল শুকিয়ে মাছ আহরণ, বোরো নিয়ে বিপাকে চাষিরা

প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০২৫

জামালগঞ্জে বিল শুকিয়ে মাছ আহরণ, বোরো নিয়ে বিপাকে চাষিরা

সেলিম আহম্মেদ :  বিলের তলা শুকিয়ে মাছ আহরণের ফলে পানির অভাবে বোরো ফসল নিয়ে বিপাকে পড়েছে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের চাষিরা। এতে গজারিয়া, ভূতিয়ারপুর, রামপুরসহ বেশ কয়েকটি গ্রামের শত শত একর রোপণকৃত জমি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।  এর প্রতিকার চেয়ে গেল সোমবার (২৪ ফেব্রুয়ারী) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখত অভিযোগ করেও সুফল মেলেনি, উল্টো এ কাজে জড়িত ব্যক্তিরা হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠে।

এসব কর্মকাণ্ডের প্রতিবাদে সোমবার দুপুরে ওই ইউনিয়নের কসমা বিল পাড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী।মানববন্ধনে ফেনারবাঁক ইউনিয়নের ভূতিয়ারপুর গ্রামের জাগবর আলী, শুক্কুর আলী, একই ইউনিয়নের রামপুর গ্রামের নানু মিয়া, উপজেলা সদর ইউনিয়নের কামলাবাজ গ্রামের জরিনা খাতুন বলেন, ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া গ্রামের আব্দুল রেজ্জাকসহ কতিপয় কিছু লোক নিয়মনীতির তোয়াক্কা না করে পুলিশের সহায়তা নিয়ে কসমা বিল শুকিয়ে মাছ আহরণ করে। এতে পানি সংকটের কারণে ফসল নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। শুরু তাই নয়, আব্দুল রেজ্জাক একজন ভূমি দস্যু, আমাদের জমি জোর জবরদস্তি করে
দখল করে নিয়েছে। আমরা তার উপযুক্ত বিচার চাই।

অভিযুক্ত আব্দুল রাজ্জাকের মুঠোফোনে বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর।

এ সংক্রান্ত আরও সংবাদ