দুর্বৃত্তদের আগুনে পুড়ছে মাজার

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

দুর্বৃত্তদের আগুনে পুড়ছে মাজার

সেলিম আহম্মেদ, ধর্মপাশা
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের নোয়াবন্দ গ্রামে অবস্থিত হযরত কালাম শাহ্ রাঃ আলাইহি’র মাজারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে মাজারের ভেতর থাকা গিলাফসহ কাপড়চোপড় পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাজারের পাশে বসবাসকারী মাফিয়া খাতুন জানান, রাত ১২টার দিকে দিন খারাপ করায় ঘর থেকে বের হয়ে দেখি মাজারের চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে, আমাদের চিৎকারে আশপাশের মানুষের সহায়তায় আগুন নেভানো সম্ভব হয়।

হযরত কালাম শাহ্ রাঃ আলাইহি’র মাজারের খাদেম শাহ আরিফুল হক রনি বলেন, বিগত একযুগ ধরে মাজারের কার্যক্রম পরিচালনা করে আসছি, এর আগে এ ধরনের ঘটনা ঘটেনি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় এনে নির্দিষ্টতমূলক শাস্তি দাবি করছি। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান রনি।

ধর্মপাশা উপজেলা সদর ইউপি চেয়ারম্যান ও
উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের সভাপতি জুবায়ের পাশা হিমু বলেন, ইসলাম ধর্মানুসারী ছাড়াও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্মের মানুষজন তাদের মনের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই মাজারে আসা-যাওয়া করে থাকেন। যারা এধরণের কর্মকাণ্ড সংঘটিত করে পরিবেশ অস্থিতিশীল ও শান্তি বিনষ্ট করতে চায় তাঁদেরকে খোঁজে বের করে দ্রুততম সময়ে
আইনের আওতায় আনা জরুরি বলে মনে করি।
সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে একই ইউনিয়নের রাজনগর গ্রামে (হাসপাতাল সংলগ্ন) অবস্থিত লোড়া পীরের মাজারে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ সংক্রান্ত আরও সংবাদ