প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২
মোঃ মোশফিকুর রহমান স্বপন: বিশ্ব সেরা ফুটবল যাদুঘর মেসি ও তার দেশ আর্জেন্টিনা ফাইনালে বিজয়ী হওয়ার পর থেকেই উল্লাসে মেতে উঠেছেন পুরো বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। প্রতি জেলা জেলায় চলছে সমর্থক ও ভক্তদের বিজয় উদযাপন। সেই সাথে আনন্দ-উল্লাসে মেতেছেন ফুটবলপ্রেমী ও সমর্থকরা। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জে আর্জেন্টাইন ভক্তরা কেক কেটে বিজয় উদযাপন করেছেন।
বুধবার (২১ ডিসেম্বর ) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে ১৩ পাউন্ড কেক কেটে বিজয় উদযাপন করেন আর্জেন্টাইন সমর্থক ও ভক্তরা।
৭নং ওয়ার্ড কাউন্সিলর ও আর্জেন্টাইন সমর্থক আহসান জামিল আনাস বিএমএফ টেলিভিশনকে বলেন, আজ প্রিয় দল আর্জেন্টিনা ফাইনালে বিজয়ী হয়েছে। ৮৬ সালের পর ২২ সালে আমরা বিশ্বকাপ জিততে পেরেছি। বিশ্বসেরা ফুটবল যাদুঘর মেসি আমাদের স্বপ্ন পূরণ করেছেন।আল্লাহ আমাদের ডাক শুনেছেন, আমরা আনন্দিত। তিনি বলেন, প্রিয় দলকে শুভ কামনা জানিয়ে আমরা সবাই কেক কেটেছি। আনন্দ করেছি। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক বিন্দু তালুকদার,সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরী, সাংবাদিক এ আর জুয়েল,সাংবাদিক সোহানুর রহমান সহ আর্জেন্টাইন ভক্ত ও সমর্থকবৃন্দ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest