স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মদ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণে রাখায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. শাহীন (৪৫) ও তার স্ত্রী মোছা. ফরিদা বেগম (৪০), উভয়ই বিশ্বম্ভরপুর (নতুনহাটি) গ্রামের বাসিন্দা।
বিষয় নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান,
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্বম্ভরপুর থানা পুলিশের একটি দল গ্রেফতারকৃতদের বসতঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. মতিয়ার রহমান। তার সঙ্গে ছিলেন এএসআই জামাল উদ্দিন ও এএসআই মাসুম মিয়া। অভিযানে ১১ বোতল AC BLACK ও ৩ বোতল Officer’s Choice ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন