সুজন তালুকদার : পীরে কামিল শাহ্ সৈয়দ আখইয়ার আলী ধলা ছাহেব (রহ:) এর ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২৩ ফেব্রুয়ারি রবিবার। ওই দিন বাদ আসর হতে পরদিন ফজর পর্যন্ত দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরাতন পাড়া (জংগলশ্রী) দোহালিয়া গ্রামে আয়োজিত ইছালে ছওয়াব মাহফিল পীরে কামিল আখইয়ার আলী ধলা ছাহেব (রহ.)এর নাতি'র বাড়িতে অনুষ্ঠিত হয়।
ইছালে ছোয়াব উপলক্ষে রাতভর ওয়াজ মাহফিল, ঝিকির, দোয়া ও শিরনী বিতরণ করা হয়েছে। পীর ছাহেবের বড় নাতি সৈয়দ মুঈদ আলী'র সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন উদীয়মান তরুণ বক্তা, হযরত মাওলানা রাকিব আল হাবিবী (কিশোরগঞ্জী)বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা মুফতি আবুল কাশেম সিদ্দিকী (সুনামগঞ্জী) প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা মর্তুজ আলী মাসুম (দিরাই)। আমন্ত্রিত উলামায়ে কেরামগণের মধ্যে বয়ান পেশ করেন রনমঙ্গল জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ ক্বারী ফয়সল আহমদ হেলালী,হযরত মাও.জমির উদ্দিন (শিমুলতলা),পানাইল পুরাতন পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা খলিলুর রহমান সিরাজী।উক্ত মাহফিলে বৃহত্তর দোহালিয়া সহ বিভিন্ন এলাকা থেকে আগত নারী পুরুষ,মরহুম পীর আখইয়ার আলী ধলা ছাহেব এর হাজার হাজার ভক্ত-আশেকান ও মুসল্লিয়ানগণ।সারারাত একদিকে চলছে তবররুক পাক আরেক দিকে খানাপিনা অন্যদিকে মাহফিলে বয়ান পেশ। পীরে কামিল মরহুম সৈয়দ আখইয়ার আলী ধলা ছাহেব ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামের ছাহেব বাড়ি'র বাসিন্দা। তিনি মরহুম পীর সৈয়দ রাশীদ আলী সাহেবের সুয্যোগ সন্তান। রাত ব্যাপী ওয়াজ,মিলাদ,কেয়াম,জিকির
শেষে মরহুম পীর আখইয়ার আলী ধলা ছাহেবের সুযোগ্য নাতি পীর আলহাজ্ব সৈয়দ মোতাহের আলী শামীম ছাহেবের মোনাজাতের মাধ্যমে ইছালে ছওয়াব মাহফিলের সমাপ্তি হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন