সেলিম আহম্মেদ,ধর্মপাশা : সুনামগঞ্জের মধ্যনগরে এক যুবলীগ নেতা গ্রেপ্তারকে কেন্দ্র করে হামলা ভাঙচুরের ঘটনায় সুনামগঞ্জ জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এ শহীদকে প্রাথমিক সদস্য পদ সহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কার সিদ্ধান্ত কার্যকর করেন।
এর আগে গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারি) ২৪ ঘন্টার মধ্যে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ, ও সাধারণ সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ এর নিকট সশরীরে উপস্থিত হয়ে এ ঘটনার লিখিত আকাঁরে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়ে ছিলেন।
উল্লেখ: গেল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার মধ্যনগর থানা পুলিশ।
মিজান বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। ওইদিন সন্ধ্যায় মিজানকে বিএনপির লোক দাবি করে সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম এ শহীদ (৩৭) উপজেলা সদরে একটি মিছিল বের করে উস্কানিমূলক বক্তব্য রাখেন। পরে তার নেতৃত্বে উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মজনুর কার্যালয়ে ভাংচুর চালায়। এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ও সাধারণ মানুষের জানমাল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাত ১২টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন