আব্দুস সামাদ আফিন্দী বিশেষ প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জামালগঞ্জ প্রেসক্লাবের প্রকাশনায় একুশে বার্তার মোড়ক উন্মোচন করা হয়েছে। মহান ২১ শে ফেব্রুয়ারী সকাল ১১ টায় উপজেলা হল রুমে প্রেসক্লাবের ২৫ তম সংকলন "একুশে বার্তা" ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর।
মোড়ক উন্মোচন শেষে প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রব, উপজেলা জামায়াতের আমির মোঃ হাবিবুর রহমান, নায়েবে আমির ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল - কলেজের শিক্ষক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন