প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : যাদুকাটা নদীর পূর্বপাড় অদ্বৈতবাড়ি মন্দির এলাকা ও জামাইল্লার চর,ঘাগটিয়ার পাড়,শিমুল বাগান সংলগ্ন এলাকা থেকে বালি উত্তোলনের অভিযোগে ৬ ব্যক্তিকে আটক ও ৩ টি নৌকা জব্দ করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে যাদুকাটা নদী থেকে নদীর পাড় কেটে বালি উত্তোলনের সময় তাদের অাটক করা হয়।
আটককৃত প্রত্যেকের তিন মাস বিনাশ্রম কারাদন্ড ও তিনটি বালি বোঝাই নৌকা কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম। সাথে ছিলেন জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট রবিউর রহমান সহ বিজিবি আনসার সদস্য পুলিশের সদস্য বৃন্দ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম বলেন, বৃহস্পতিবার বিকালে যাদুকাটা নদীর পূর্বপাড় অদ্বৈতবাড়ি মন্দির এলাকা ও বিন্নাকুলি ব্রীজ সংলগ্ন এলাকা জামাইল্লার চর এলাকা শিমুল বাগান এলাকা থেকে জেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট সহ পুলিশ বিজিবি আনসার সদস্যদের সাথে নিয়ে বালি উত্তোলনের ৬ ব্যক্তিকে আটকও তিনটি নৌকাকে জরিমানা করা হয়। আটককৃত ৬ জনকেই তিন মাস করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।তিনি আরও বলেন যারা নদীর পাড় কাটবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest