বেড়িবাঁধ পরিদর্শনে সহকারী সচিব আশেকুল হক

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বেড়িবাঁধ পরিদর্শনে সহকারী সচিব আশেকুল হক

সেলিম আহম্মেদ : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা ৭টি হাওরের বেড়িবাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়েরসি নিয়র সহকারী সচিব আশেকুল হক।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত চন্দ্রসোনারথাল, সোনামোড়ল, ধানকুনিয়া,
জয়ধুনা, গুরমার ও রুই বিল হাওর পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম, এলাকার গন্যমান্য ব্যক্তি ও কৃষকবৃন্দ।

প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সভাপতি ও সদস্য সচিবদের উদ্দেশ্যে বলে, গড়িমসি না করে যথাসময়ে সবরকম কাজ বাস্তবায়ন, হাওরের ফসল ঘরে তোলার আগপর্যন্ত রক্ষণাবেক্ষণের নির্দেশ দেন আশেকুল হক। পিআইসিদের দ্বিতীয় কিস্তির টাকা যথাসময়ে পাবেন বেলেও তিনি  আশ্বস্ত করেন।

উল্লেখঃ উপজেলার চন্দ্র সোনার থাল, জয়ধনা, সোনামড়ল কাইল্যানী, জয়ধনা, গুরমা ও রুই বিল হাওরে ৮৬টি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) বিপরীতে ১৯ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ