তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার শহরের পুরাতন বাসস্টেশনে বি এনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বি এনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের এই দেশকে নিয়ে এখনো দেশী বিদেশী ষড়যন্ত্র চলমান সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। কোন ধরনের দুষ্কৃতিকারি যেনো দলের ভিতরে প্রবেশ করতে না পারে সেজন্য সবাই কে সজাগ থাকতে হবে। এমন কোন কাজ করবেন না যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। আওয়ামী দুঃশাসনে যারা যুক্ত ছিলো তাদের কোন ভাবেই দলে নেওয়া যাবেনা।
এসময় নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করেই দ্রুত নির্বাচন দেওয়ার আহবান জানান।
বি এনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেন, সুনামগন্জ হলো বি এনপির উর্বর জায়গা এখানকার প্রতিটা কর্মী দুঃসাহসী ভূমিকা পালন করেছে বিগত আন্দোলন সংগ্রামে দলের সুসময়ে সুনামগঞ্জবাসী অবশ্যই অগ্রাধিকার পাবে।তিনি সরকারকে বলেন জনগণের ক্ষমতা দ্রুত জনগণের হাতে ফিরিয়ে দেন। তাড়াতাড়ি নির্বাচন দিলেই জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।
সুনামগঞ্জ জেলা বি এনপির সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জেলা বি এনপির সাবেক সফল সভাপতি প্রয়াত নজির হোসেনের সহধর্মিণী সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার এমপি প্রার্থী সালমা নজির বলেন, দেশকে সৈরাচার মুক্ত করতে আমার স্বামী প্রয়াত নজির হোসেন জীবনের শেষ দিন পর্যন্ত আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।আজকে তিনি পৃথিবীতে নেই কিন্তু তার সহকর্মীরা আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা পালন করেছে সুনামগঞ্জের রাজপথে। তারা সৈরাচার বিদায় করতে রাজপথে রক্ত দিতেও কখনো পিছপা হয়নি।আমি যারা আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে আহত হয়েছেন সেই সকল বীর সেনাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানাই।ফ্যাসীবাদের সকল ষড়যন্ত্র কে মোকাবিলা করে তারেক রহমানের নেতৃত্বে আগামীর সোনার বাংলা গড়বো ইনশাআল্লাহ।
সমাবেশে অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন,জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক,জেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকায় এমপি প্রার্থী ও জেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক, সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার এমপি প্রার্থী ও জেলা বি এনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুল, উপস্থিত ছিলেন জেলা বি এনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী, জেলা বি এনপির সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, জেলা বি এনপির সাবেক গবেষণা সম্পাদক বাবু ভাস্কর রায়, তাহিরপুর উপজেলা বি এনপির সাবেক সহ সাধারণ সম্পাদক একে এম নাসের উজ্জল সহ অসংখ্য নেতৃবৃন্দ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন