প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫
সুজন তালুকদার : ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়ন ১৪ তম ক্রিকেট কাপ প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন হয়েছে। ৮ফেব্রুয়ারী শনিবার দুপুরে ইউনিয়নের কুমারকান্দি গ্রামের পূর্বের মাঠে ঝাঁক-ঝমক আয়োজনে ফাইন্যাল ম্যাচ অনুষ্ঠিত হয়।ফাইন্যালে অংশগ্রহণ করে মহদী চ্যালেঞ্জার্স ও আইডিয়াল স্টুডেন্ট ক্রিকেট ক্লাব কুমারকান্দি। ১৬ ওভারের খেলায় আইডডিয়াল স্টুডেন্ট ক্রিকেট ক্লাব কুমারকান্দিকে হারিয়ে
বিজয় লাভ করে মহদী চ্যালেঞ্জার্স। বিকেলে মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।খেলা পরিচালনা কমিটির সভাপতি হাসান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হোসেনের পরিচানায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল ওদুদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী মেশিনগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মকসুদ মিয়া,প্রবাসী মুরাদুজ্জামান চৌধুরী,সমাজ সেবক সায়েম আহমদ,ফরহাদ আহমদ গাজী মিল্টন,
আজিজুর রহমান আজিজ,ইউপি সদস্য আব্দুল জলিল,সাবেক মেম্বার আছির আলী,একরাম আলী।
এসময় ইউনিয়নে আজাদ রব্বানী,শাহ কামাল তালুকদার,হাবিবুর রহমান,প্রদীপ সুত্রধর, ইউপি সদস্যা রেহেনা বেগম,জুসনা বেগম,সত্তারানী পাল,সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট কাপ পরিচালনা কমিটির সাবেক সভাপতি জুবায়ের আহমদ,কবির আহমদ তুরণ মিয়া,আবু বক্কর শাহীন, ইকবাল হোসেন,সহ-সভাপতি সফিকুর রহমান সফিক,তানভীর হাসান,সাধারন সম্পাদক হাবীবুর রহমান হাবিব,বর্তমান কমিটির সহ সভাপতি তারেক মিয়া,সেবুল আহমদ,সাগঠনিক সম্পাদক সাজাদ নুর, রেদোয়ান আহমদ, শাহীন আহমদ, ছাবের আহমদ,মাহিন,ফাহিম,সিহাব,সালা উদ্দিন,সাকের আহমদ,হাবিব,শিপন,বাবুল,
জুবায়ের,জাহেদ,সোহাগ,ইমন,কদ্দুছ,পারভেজ,সাদিক,এমরান,সেলিমসহ সমাজসেবক, রাজনীতিবিদ ও সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট পরিচালনা কমিটির সাবেক বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ ১৪ তম আসরে অংশগ্রহণকারী ১৬ টি টিমের অধিনায়ক, খেলোয়াড় ক্রিকেট ক্রীড়া মোদী দর্শকবৃন্দ উপস্থিতিত ছিলেন। পরিশেষে খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দ,খেলা পরিচালক, দক্ষ খেলোয়াড়, চ্যাম্পিয়ান মহদী ও রানার্সআপ কুমারকান্দি টিমের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest