স্টাফ রিপোর্টার: গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৩০ জানুয়ারি,বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ওই ক্রীড়ানুষ্ঠানের পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ্ মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক এস,এম ইমতিয়াজ উদ্দিন ও রথিন্দ্র কুমার দাস এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নূরে আলম সিদ্দিকী, এডহক কমিটির সদস্য মিটন তালুকদার, রাজেশ চৌধুরী, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল হান্নান,সদস্য হারুন রশীদ তালুকদার।এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও সাবেক শিক্ষার্থীসহ আমিন্ত্রত অনেক দর্শক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন।
২৯ ও ৩০ জানুয়ারি দুইদিন ব্যাপী অনুষ্ঠিত ওই ক্রীড়া প্রতিযোগিতায় ২৮ টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিশেষ উপভোগ্য ছিল।
অনুষ্ঠানের শেষ পর্বে দুপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি । এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, "পড়ালেখার পাশাপাশি তোমাদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার অনেক গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং মনোযোগসহকারে পড়ালেখা করতে হবে। প্রত্যেককে ভালো মানুষ ও সুনাগরিক হওয়ার জন্য যা যা করণীয় সবকিছুরই চর্চা করতে হবে।"
আমন্ত্রিত অতিথি,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন