সেলিম আহম্মেদ : সুনামগঞ্জের মধ্যনগরে ভারতীয় গরুসহ ৪ চোরাকারবারিকে আটক করেছে উপজেলা প্রশাসন।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে চামরদানী ইউনিয়নের কাইতকান্দা সুমেশ্বরী নৌকা ঘাট থেকে ৪০টি গরুসহ ৪ জনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়।
আটককৃতরা হল, উপজেলার আমানীপুর গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে মো. মহর আলী (৪৮), তেলিগাও গ্রামের আসন্তর আলীর ছেলে মো. আয়নাল হক (৪০), একই গ্রামের মো. আবদুল্লাহ্'র ছেলে মো. দুদ মিয়া (৩৪) ও জগন্নাথপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মো. আবুল কালাম (৫৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪০টি গরুসহ ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা গরুর মালিকানার স্বপক্ষে কোন কাগজপত্র দাখিল করতে না পারায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন