জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
“এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই, সুস্থ দেহে সুন্দর মন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী এর সভাপতিত্বে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।
সহকারি শিক্ষক চিত্তরঞ্জন দাসের সঞ্চালনায়
অনুষ্টানে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুল মালিক, উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির ফখরুল ইসলাম চৌধুরী, জামালগঞ্জ ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ সুজিত রঞ্জন দে, সাবেক অধ্যক্ষ রফিকুল বিন বারী, সিলেট গোয়াইনঘাট কলেজের অধ্যাপক দিলোয়ার হোসেন বাবর
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম,বিদ্যালয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন
সহ বিভিন্ন শ্রেণী পেশা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা। অনুষ্ঠানে
১ম দিনের খেলায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ