সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ছাতক জোনাল অফিসের প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর
মোঃ মাহিদুল ইসলাম বদলী জনিত কারনে বিদায়।
২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ জোনাল অফিসে নতুন যোগদান কারী ডিজিএম মির্জা কে, ই, তুহিন, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান লিটন, ইন্সপেক্টর ইমরান হোসেন সুজন ও অপরদিকে সুনামগঞ্জ সদর দপ্তর পবিসের জিএম মিলন কুমার কুন্ডু, ডিজিএম
(সদর-কারিগরী) মোঃ রকিবুল ইসলাম, এজিএম(মানব সম্পদ) মোঃ তোফায়েল আহমেদ, এজিএম(প্রশাসন) তাপস কুমার পাইন, এজিএম(আইটি) অসীম চক্রবর্তী, এজিএম(ইএন্ডসি) শেখ মোঃ ইমরান, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ আনুষ্ঠানিক ভাবে তাকে বিদায় কালে সম্মাননা স্বারক হাতে তুলে দেন। মাহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ জোনাল অফিসে
বিগত ১২ মার্চ ২০২২ সালে যোগদান করেন। তার কর্মকালে জোনাল অফিসের প্রশাসনিক কার্যক্রম দক্ষতার সহিত পরিচালনা করেছেন ২০২২ সালে বয়াবহ বন্যা কালীন সময়ে অনেক পরিশ্রম করেছেন তিনি। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তিনি উত্তম গ্রাহক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তার কর্মকালে বিভিন্ন শ্রেণির গ্রাহকের সাথে সুসম্পর্ক ছিলো। প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের সাথে ও ছিলো ভালো যোগাযোগ। ছাতকের উপজেলা প্রশাসন, পুলিশ, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহিত সুসম্পর্ক বজায় রেখে,যতোদিন ছাতকে ছিলেন দল মতের উর্ধ্বে থেকে গ্রাহক সেবা দিয়ে গেছেন। বর্তমানে তিনি ঢাকা পিবিএস-১ এ বদলি জনিত কারণে ছাতক ছাড়ছেন। ছাতকের সকল পর্যায়ের বিদ্যুৎ গ্রাহক তাহাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাহার ব্যাক্তিগত ও চাকুরি জীবন নিরাপদ ও নিরবিচ্ছিন্ন হোক ছাতকের মানুষ এটা প্রত্যাশা করে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন