তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে সালমা নজির

প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৫

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একসাথে কাজ করতে হবে সালমা নজির

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার আহব্বান জানান সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নজীর হোসেনের সহধর্মিণী ও বি এনপির সম্ভ্যাব্য এমপি প্রার্থী সালমা নজির।

শুক্রবার সকাল থেকে সন্ধা পর্যন্ত তাহিরপুর উপজেলার বিভিন্ন হাট বাজার এবং পথ সভায় তিনি তারেক রহমানের ৩১ দফার গুরুত্বপূর্ণ দিক গুলো জনগনের কাছে তুলে ধরেন।

বিভিন্ন পথ সভায় বিপুল পরিমাণ নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে এমপি প্রার্থী সালমা নজির জনতার উদ্দেশ্য বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বি এনপির ৩১ দফা বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি আরও বলেন বি এনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহনের মাধ্যমে দেশ ও জাতির সম অধিকার বাস্তবায়ন করা হবে।এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।এতে কোন রাজনৈতিক বৈষম্য থাকবেনা। স্বৈরশাসক দেশের প্রতিটি প্রতিষ্ঠান কে যেভাবে ধ্বংস করেছে তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে।এজন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

৫ আগষ্টের আগে স্বৈরাচারী সরকার কে হটাতে দলমত নির্বীশেষে সবাইকে নিয়ে আন্দোলন করেছে বি এনপি। এবং সরকার পতন হতে বাধ্য হয়েছে। এখন দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্টায় সংগ্রাম শুরু হয়েছে। আসুন আমরা সকলে মিলে সকল দ্বিধা দন্দ ভুলে গিয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে এক সাথে কাজ করি।

এ সংক্রান্ত আরও সংবাদ