আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জে
মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় আল্লামা শায়খ কৌড়িয়া রহ.এর সুযোগ্য খলিফা, বারোগ্রাম হাজীপাড়া মহিলা মাদ্রাসা এর মুহতামিম, আটগাঁও মাহমুদপুর ক্বওমী মাদ্রাসা এর সাবেক মুহতামিম, আটগাঁও কেন্দ্রীয় শাহী ঈদগাহ এর ইমাম ও খতিব, জামালগঞ্জ উপজেলা জমিয়তের প্রধান উপদেষ্টা, মাওলানা শায়খ সিদ্দিক আহমদ মাহমুদপুরী রাহ. এর জীবন,কর্ম ও অবদান শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আটগাঁও এলাকাবাসীর আয়োজনে
শুক্রবার (১০জানুয়ারি) ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজারে
জামিয়া হাসননগর"র শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ খাঁন এর সভাপতিত্বে ও মুফতী মামুনুর রশীদ জসীম এবং মাওলানা এজাজুল হক এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে, মাওলানা শায়খ সিদ্দিক আহমদ মাহমুদপুরী রাহ. এর বর্ণাঢ্য জীবন, ওয়াজ নসীহত ও তাফসীরের মাধ্যমে দেশের আনাচে কানাচে ইসলাম প্রচার, অসাধারণ প্রতিভা, বহুমাত্রিক যোগ্যতা, মার্জিত চরিত্র এবং বিগলিত হৃদয়ের অশ্রু বিজড়িত উম্মাহর কল্যান চিন্তা খেদমত ও গুণাবলী সম্পর্কে প্রধান অতিথি হিসেবে হৃদয়গ্রাহী আলোচনা করেন, বাইশগ্রাম বাহাদুর পুর মাদ্রাসা এর মুহতামিম, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, মাওলানা তাফাজ্জুল হক আজীজ।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন, মাওলানা শিব্বীর আহমদ, মাওলানা আব্দুল গফফার , হাফিজ মাওলানা মনিরুজ্জামান,হাফিজ মাওলানা হাফিজুর রহমান,হাফিজ আজীরুদ্দীন,আখতারুজ্জামান তালুকদার, তৈয়িবুর রহমান, হাফিজ রশীদ আহমদ, মাওলানা আলতাফুর রহমান, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আলী আকবর,মাওলানা তৌহীদুল ইসলাম, হাফিজ তরিকুল ইসলাম, মুফতী হুমায়ুন আহমদ।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাওলানা আবুল কাসেম, মাওলানা ফয়জুর রহমান, ক্বারি আলীম উদ্দিন হাফিজ রইছ উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা তাঁদের অভিব্যক্তি সূচক ও স্মৃতি চারণ মূলক আলোচনায় বলেন,জামালগঞ্জের প্রতিটি ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন তিনি। জামালগঞ্জবাসী এক উজ্জ্বল নক্ষত্র কে হারিয়েছি যা জামালগঞ্জবাসীর জন্য অপূরণীয়।
মাওলানা শায়খ সিদ্দিক আহমদ মাহমুদ পুরী রাহ. কে উম্মাহর সত্যিকার দরদী অভিভাবক আখ্যায়িত করেন তাঁর ঐতিহাসিক দ্বীনি ও জাতীয় অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন,শায়খুল হাদীস মাওলানা আব্দুল্লাহ খাঁন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন