সুজন তালুকদার : ছাতকের সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট কাপ( ২০২৫) শুভ উদ্বোধন।
১১ জানুয়ারী শনিবার দুপুর ২টায় ইউনিয়নের কুমারকান্দি গ্রামের পূর্বের মাঠে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।
ইউনিয়ন ক্রিকেট পরিচালনা কমিটির বর্তমান সভাপতি হাসান আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হোসেন এর পরিচালনায়,প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন প্যানেল চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ,ইউপি সদস্য রেহেনা আক্তার রানা,জুসনা বেগম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফরহাদ আহমদ গাজী মিলটন,সাবেক ফুট বলার শাহীন মিয়া,আজিজুর রহমান আজিজ,রফিকুল ইসলাম,রফু মিয়া,সোহেল আহমদ রানা,মনোয়ার হোসেন,শিপন আহমদ,মাছুম আহমদ,ইউনিয়ন ক্রিকেট কাপ পরিচালনা কমিটির সাবেক সভাপতি তুরণ মিয়া,জুবায়ের আহমদ,আবু বক্কর শাহীন,ইকবাল হোসেন,কবির আহমদ কবির,সহ সভাপতি সফিকুর রহমান সফিক,তানভীর হাসান,সাধারন সম্পাদক হাবীবুর রহমান হাবিব,বর্তমান কমিটির সহ সভাপতি তারেক মিয়া, সাগঠনিক সম্পাদক সাজাদ নুর,জব্বার,রেদুয়ান,শাহীন,ছাবের আহমদমা হিন,ফাহিম,সিহাব,সালা উদ্দিন,সাকের আহমদ,ইমন,কদ্দুছ,পারভেজ, সাদিক,এমরান,সেলিম প্রমুখ তাছাড়াও সমাজ সেবক, রাজনীতিবৃদ ও সিংচাপইড় ইউনিয়ন ক্রিকেট পরিচালনা কমিটির সাবেক বর্তমান দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন আইডিয়াল স্টুডেন্ট ক্লাব কুমারকান্দি বনাম বার্সেস সানরাইজ খাসগাঁও ক্রিকেট টিম। খেলাটি শেষ পর্যন্ত সুন্দর ও সফল ভাবে সম্পন্ন করতে ইউনিয়ন বাসীর সহযোগিতা কামনা করেছেন বর্তমান সভাপতি হাসান আহমদ ও সাধারণ সম্পাদক সাইদুল হোসেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন