তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে জলাবদ্ধতার কারণে মাটিয়ান হাওরের ২৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটি(পিআইসি)কাজ শুরু করতে না পারায় ও পানি নিষ্কাশন না হওয়ায় উপজেলার ৫টি হাওরের প্রায় ৪০০হেক্টর জমি রোপণ করা কঠিন হয়ে পড়েছে। এমন সংবাদ পেয়ে ও স্থানীয় কৃষকদের দাবির প্রেক্ষিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন করলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম।
শুক্রবার( ১০জানুয়ারি)বিকালে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিনানী তাহিরপুর গ্রাম সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বেড়িবাঁধের ভড়াটকৃত মাটি অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী(এসও) মনির হোসেন,স্থানীয় সুশীল সমাজ প্রতিনিধি, কৃষক ও গণমাধ্যম কর্মীবৃন্দ। জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় এই এলাকার নন্দিয়া হাওর,বনুয়া হাওর,শ্রীয়ারগাঁও হাওর কাটুয়াপুরা হাওর ও গালই হাওরের কৃষকদের মনে স্বস্তি ফিরে এসেছে।
তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ইউএনও'র সামনে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে জানান পানি নিষ্কাশনের ব্যবস্থা হওয়ায় অতি শীঘ্রই এ হাওরে ধান রোপণের পাশাপাশি ফসল রক্ষা বাঁধের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন