প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫
সেলিম আহম্মেদ : আনন্দ র্যালি,আলোচনা, স্মৃতিচারণ,স্মারক গ্রন্থ প্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ পূর্তি উৎসব ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীর পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জমজমাট আড্ডা,হৈ-হুল্লুর,ভাববিনিময় ও আনন্দে মেতে উঠার পাশাপাশি স্মৃতিকাতর হয়ে পড়েন অনুষ্ঠানে আসা প্রাক্তন শিক্ষার্থীরা। ১৯২০সালে ময়মনসিংহের গৌরীপুরের তৎকালীন জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ১০৪বছর পর এটিই প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানের স্লোগান ছিল ডাক দিয়েছে আপন প্রান্তর, এসো মিলি প্রাণে প্রাণে। বেলা পৌনে ১২টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর আগে বোলা সোয়া ১১টার দিকে প্রতিষ্ঠানের সামনের সড়ক থেকে এক আনন্দ র্যালি বের হয়। শতবর্ষপূর্তি উৎসব উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও শতবর্ষপূর্তি উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক বসন্ত কুমার বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরককরের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রাক্তন শিক্ষার্থী দেলোয়ার হোসেন বাবুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক গোলাম হায়দার, বাংলাদেশ পানি উন্নযন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান রমা বিজয় সরকার, সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ .ম আনোয়ার হোসেন খান, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী তুষার আহমেদ প্রমুখ। প্রধান অতিথি বলেন, আমি এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী। আমি নিজেও অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছি। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধনের জন্য অ্যালামাইন গঠন করা দরকার। তিনি আরও বলেন, আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। আমার পক্ষে প্রতিষ্ঠানের জন্য যা যা করনীয় তাই করার চেষ্টা করব। এর আগে উপজেলার দশধরী ও দুধবহর গ্রামের মধ্যবর্তী ডা.রফিক চৌধুরী হাইস্কুল ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest