প্রকাশিত: ৪:৪৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২৫
ভাটির কন্ঠ ডেস্ক : ফসিল ফুয়েল প্রকল্পের বিরোধিতা এবং নবায়নযোগ্য শক্তি প্রচারে দেশের সকল বিভাগে
“ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট” গঠিত হয়েছে। এই ধারাবাহিকতায় আজ সুনামগঞ্জে “ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সিলেট” গঠিত হয়েছে। এ উপলক্ষে শহরের লতিফা কনফারেন্স হলে ক্লিন, বিডব্লিউজিইডি ও হাউসের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জনকল্যাণ সংস্থা – সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য । সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসের, শিক্ষক মোদাচ্ছির আলম, সাংবাদিক লতিফুর রহমান রাজু, জেলা পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, প্রভাষক সাহিনা চৌধুরী রুবী, সাংবাদিক জসিম উদ্দিন, উন্নয়নকর্মী কুদরত পাশা, প্রভাষক ফজলুল করীম সাঈদ প্রমুখ। সভা সঞ্চালনা করেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ।
সভায় উপস্থিত সদস্যরা সিলেট অঞ্চলের জন্য নবায়নযোগ্য শক্তির সমাধান হিসেবে ফ্লোটোভোলটাইক্স-এর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং এর প্রচারের ওপর জোর দেন। তারা জীবাশ্ম জ্বালানি প্রকল্পের বিরোধিতা করার সিদ্ধান্ত নেন এবং সরকারকে সিলেটে নবায়নযোগ্য শক্তির বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
ফোরামটি সদ্য বাতিল ২০১০ সালের বিশেষ আইনের অধীনে থাকা ৩১টি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প পুনর্বিবেচনার দাবি জানায়। এছাড়াও ফোরামটি সিলেটে টেকসই শক্তির চর্চা শুরু করার এবং একটি পরিচ্ছন্ন ভবিষ্যত নিশ্চিত করার জন্য কাজ করবে। সভায় অধ্যাপক সৈয়দ মুহিবুল ইসলাম কে সভাপতি এবং উন্নয়নকর্মী একে কুদরত পাশা কে সাধারণ সম্পাদক মনোনীত করে “ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট সিলেট” গঠন করা হয়। উক্ত ফোরামে শিক্ষক, উন্নয়নকর্মী, সাংবাদিক, পরিবেশবাদী কর্মী, পানি সম্পদ বিশেষজ্ঞ এবং নাগরিক সমাজের নেতৃবৃন্দ অন্তর্ভুক্ত রয়েছেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest