মধ্যনগরে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত-৪

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

মধ্যনগরে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত-৪

সেলিম আহম্মেদ
সুনামগঞ্জের মধ্যনগরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় ৪ জন কৃষক আহত হয়েছেন। রোববার সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খালিসাকান্দা গ্রামের উত্তর-পূর্ব পাশে খেলার মাঠে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, খালিসাকান্দা গ্রামের মৃত আজমান আলীর ছেলে আব্দুল আজিজ, নূর আমিন, মীর কাসেমের ছেলে মমিন মিয়া ও আবুল কাশেমের ছেলে খলিল মিয়া। এদের মধ্যে গুরুতর আহত আব্দুল আজিজ ও নূর আমিনকে ওইদিন দুপুরে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আব্দুল আজিজের কাছ থেকে একই গ্রামের আলীহর মিয়া, মিয়াচাঁনের ছেলে আলমাছু ও জাহাঙ্গীর ৩ লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু আজিজ বারবার তাদেরকে টাকা পরিশোধের জন্য বললেও তারা টাকা পরিশোধ করেনি। এ নিয়ে দীর্ঘদিন ধরে আজিজের সাথে আলীহর মিয়া, আলমাছু ও জাহাঙ্গীরের দ্বদ্ব চলে আসছে। এদিকে খালিসাকান্দা গ্রামের পাশে আব্দুল আজিজের গভীর সেচ পাম্প রয়েছে। সেই সেচ পাম্প থেকে আব্দুল আজিজের চাচাতো ভাই বুলবুল মিয়া গত শনিবার রাত ৯টার দিকে জমিতে পানিতে দিতে যায়। এতে আলীহর মিয়ার ছেলে আলীনূর বাধা দেয়। পরে রোববার সকালে আজিজ বুলবুলের জমিতে পানি দেওয়ার ব্যবস্থা করে। পরে সকাল ৯টার দিকে একই গ্রামের ওহেদ আলীর ছেলে ওয়াদুদের নির্দেশে আলমাছু, জাহাঙ্গীর, আলীহর মিয়ার ছেলে আলী নূর, লালচাঁনের ছেলে আনোয়ার হোসেন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এতে আজিজসহ ৪ জন আহত হয়।
আহত আব্দুল আজিজ বলেন, ওয়াদুদের নির্দেশে আমাদের ওপর হামলা করা হয়েছে। আলীহর, আলমাছু ও জাহাঙ্গীরের কাছে তিন লাখ টাকা পাই। টাকা ফেরত চাইলে তারা টাকা না দিয়ে উল্টো হামলা করলো।
এ ব্যাপারে অভিযুক্ত কারও বক্তব্য জানা সম্ভব হয়নি।
মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ