সেলিম আহম্মেদ::
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১০টার দিকে
বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি বাজারের সামনের সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে মো. জামাল মিয়া (৩৩) ও মৃত আনছর আলীর ছেলে মো.রাসেল মিয়া ওরফে রাজু (২১)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমান জানান, এপথ দিয়ে মাদক নিয়ে আসছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন