আব্দুস সামাদ আফিন্দী, বিশেষ প্রতিনিধি::
হাওর বাঁচলে বাঁচবো আমরা’ এই স্লোগান নিয়ে টাঙ্গুয়া হাওরের জীববৈচিত্র রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ ছিল তার। হাওর সংশ্লিষ্ট ৮৪ গ্রামবাসীর জনসচেতনতায় লিপ্ত ছিলেন সেই তরুণ। জীব-বৈচিত্রের গুরুত্বপূর্ণ জলাভূমি টাঙ্গুয়া হাওর কেন্দ্রীয় সহ ব্যবস্থাপনা কমিটির সাবেক কোষাধ্যক্ষও ছিলেন। টাঙ্গুয়া হাওর ইকো-ট্যুরিস্ট গাইড হিসেবে রয়েছেন দীর্ঘদিন। মানবসেবায় ব্রত হয়ে পরিশেষে মহান পেশা সাংবাদিকতায় যোগদান করেন হাওরপাড়ে বেড়েওঠা প্রকৃতিপ্রেমী সেই আহম্মদ কবির। কর্মগুণে এই সাংবাদিক জাতীয় দৈনিক আলোকিত সকাল এর স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ) হিসেবে বর্তমানে দায়িত্বপালন করে আসছেন নিষ্ঠার সাথে।
এবার জাতীয় পর্যায়ে সাংবাদিকদের শীর্ষ সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা শাখা কমিটিতে কার্যকরী সদস্যপদ লাভ করেছেন উদীয়মান তরুণ এই সাংবাদিক। “প্রকৃতির প্রেমে, হাওরের ঠানে” এমন সংবাদের শিরোনাম হওয়া সেই আহম্মদ কবির আজ হাওর-দিগন্তের পেশাদার-উর্বর সাংবাদিক।
জানা খবরে, গেল ২০১৮ সালের শুরু থেকে সাংবাদিকতায় যাত্রা শুরু সিলেট টোয়েন্টিফোর ডটকম, দৈনিক মানচিত্র, আজকের বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালের মধ্যেদিয়ে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জয়পুর গ্রামের প্রয়াত গিয়াস উদ্দিন এর ছেলে আহম্মদ কবির। মাদার ফিসারিজখ্যাত রামসার সাইট প্রকৃতিসুন্দর টাঙ্গুয়া হাওরের বুক চিড়ে গ্রামটির অবস্থান হওয়ায় প্রকৃতি রক্ষায় একনিষ্ঠভাবে কাজ করে আসছেন এই সাংবাদিক।
উল্লেখ্য গেল ২৮ ডিসেম্বর শনিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জাতীয় মহাসমাবেশ শেষে ২য়পর্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী পরিষদ সভায় সুনামগঞ্জ জেলা শাখা কমিটির অনুমোদন দেন সংস্থার সভাপতি মামুনুর রশীদ শাইন। নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ রমজান তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কমিটিতে সুনামগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি, সাংবাদিক নেতা আল-হেলাল সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য কামরুল হাসান চৌধুরী’কে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি অনুমোদিত হয়। এতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, নয়া দিগন্তের প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউএনবি ও ভোরের ডাক প্রতিনিধি অরুণ চক্রবর্তী৷ যুগ্ম সাধারণ সম্পাদক পদে যৌথভাবে রয়েছেন দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোজাম্মেল আলম ভুঁইয়া, মাই টিভির প্রতিনিধি আবু হানিফ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন দৈনিক সংবাদ প্রতিদিন এর প্রতিনিধি রাজু আহমেদ রমজান, সহ-সাংগঠনিক পদে গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান রুমান, কোষাধ্যক্ষ পদে চ্যানেল এস- এর প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদার, দপ্তর সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন পত্রিকার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি আশীষ রহমান, প্রচার সম্পাদক পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রাহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি আনোয়ারুল হক।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি ইমরান হোসাইন, দৈনিক ঢাকা টাইমস-এর জেলা প্রতিনিধি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আনিসুজ্জামান চৌধুরী ইমন, দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক মানবকন্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক আলোকিত সকাল এর স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ) আহম্মদ কবির, দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি আফতাব উদ্দিন মনোনীত হয়েছেন।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন