ছাতকে মারামারির ঘটনার এক মাস পর আহত পঠন সূত্রধরের মৃত্যু

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

ছাতকে মারামারির ঘটনার এক মাস পর আহত পঠন সূত্রধরের মৃত্যু

সুজন তালুকদার,ছাতক প্রতিনিধি::
ছাতকে মারামারির ঘটনায় আহত পঠন সূত্রধর নামের( ৬৭) বছরের বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। সোমবার ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। পঠন সূত্রধর সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামের লাবণ্য সূত্রধরের পুত্র।
মারামারির ঘটনার এক মাস পর আহত পঠন সূত্রধরের মৃত্যু ঘটেছে। গত ৩০ নভেম্বর মহদী গ্রামের নিকলেশ দেবনাথ, সুষ্ঠব দেবনাথ, বিন্দু দেবনাথ দের সাথে পঠন সূত্রধর ও তার পরিবারের মধ্যে গ্রাম্য একটি বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটে।
এ ঘটনায় পঠন সুত্রধর সহ কয়েক জন আহত হন। আহত পঠন সূত্রধরকে প্রথমে কৈতক হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরেন পঠন সূত্রধর। কিছুদিন পর তার অবস্থার অবনতি ঘটলে তাকে গত ৪ ডিসেম্বর সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৫ ডিসেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি আবারো বাড়ি ফিরেন। ৩০ ডিসেম্বর কৈতক হাসপাতাল সংলগ্ন এক ফার্মেসীতে আবারো চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলে সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। এভাবে এক মাস ধরে একাধিকবার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সোমবার তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পঠন সূত্রধরের ছোট ভাই প্রদীপ সূত্রধর ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে মারামারির ঘটনায় আহত হলে তার ভাই পঠন সূত্রধর পুরোপুরি সুস্থ হয়ে উঠেন নি। এ মারামারির ঘটনায় আহত হওয়ায় তিনি মৃত্যুবরণ করেন। এদিকে ময়না তদন্তের পর ৩১ ডিসেম্বর পঠন সূত্রধরের শেষ কৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান
অভিযোগ প্রাপ্তির বিষয়টি স্বীকার করে বলেন ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ