সমাজ সুরক্ষা ফাউন্ডেশনের বর্ষপূর্তি পালিত

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

সমাজ সুরক্ষা ফাউন্ডেশনের বর্ষপূর্তি পালিত

আব্দুস সামাদ আফিন্দী, জামালগঞ্জ::
সমাজ সুরক্ষা ফাউন্ডেশনের এক বছর পূর্তি আলোচনাসভার মাধ্যমে পালিত হয়েছে।  ২৯ডিসেম্বর,রবিবার  সন্ধ্যায় জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের নওয়াগাঁও বাজার সংলগ্ন মাঠে ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম কাপ্তানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ এবং  সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  দিকনির্দেশনামূলক বক্তব্যে ফাউন্ডেশনের  প্রবাসী উপদেষ্টা আব্দুল কাইয়ুম বলেন,সমাজ পরিবর্তনের কারিগর তরুণ সমাজ। তরুণরা সচেতন থাকলে কোন সমাজ পিছিয়ে পড়ে না, সামনের দিকে এগিয়ে যায়। শিক্ষার দিকে অন্যান্য এলাকার চেয়ে আমরা অনেক পিছিয়ে আছি। তাই শিক্ষার উন্নয়নে আমাদেরকে কাজ করতে হবে।শিক্ষার্থী ঝরেপরা রোধ করতে হবে। মাদকাসক্তির ছোবল থেকে  তরুণ সমাজকে রক্ষা করতে হবে। মদ ও জুয়ার মতো সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।  সমাজ সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিটি উদ্যোগ প্রশংসনীয়।  আমরা প্রবাসীরা সবসময় সংগঠনের যেকোনো উন্নয়ন ও কল্যাণমূলক কাজে আপনাদের সাথে এগিয়ে আসবো। আমাদের অনুদান অব্যাহত থাকবে।

অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন- ফাউন্ডেশনের  সহ-সভাপতি রওশন আলী,  নুরুল আবেদীন, সহ-সাধারণ সম্পাদক কাউসার মাহমুদ রেদওয়ান, সহ-সাধারণ সম্পাদক সাইফুল সরকার সাজিদুল হক,সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সহ -অর্থ সম্পাদক আশিক নূর, সহ -সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ তুলাই,
সদস্য আবু হানিফ,রফিকুল ইসলাম,লিংকন মিয়া,, মহিবুল হক,কবির হোসেন, জিয়াউর রহমান জিয়া,পিয়াস,মারজান,রাহাত, আনিস, আজহারুল,মমিন,ইসলাম উদ্দিন,নাজিম উদ্দিন প্রমুখ।
সভায় আয় ব্যয়ের হিসাব-নিকাশ প্রদান করেন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক কামরুজ্জামান। গত একবছরে ফাউন্ডেশের সদস্যদের দেওয়া চাঁদা ও প্রবাসীদের অনুদানের মাধ্যমে মোট আয় ২৭৩২৪০টাকা। সমাজের অসহায়,দরিদ্র ও অসচ্ছল রোগীেদের চিকিৎসার জন্য মোট ২৬০৯৯০ টাকা দান (ব্যয়) করা হয়। বর্তমান তহবিল আছে১২৫৫০টাকা। সমাজের মানুষের কল্যাণে দান-অব্যাহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ