প্রকাশিত: ১:৫৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪
ভাটির কন্ঠ ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা দিয়ে লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ সভা করেছেন কানাডা মন্ট্রিয়ালের সুশীল সমাজ ও বীর মুক্তিযোদ্ধাগণ।
২৭ ডিসেম্বর বিকেল ৫টায় মন্ট্রিয়লের ক্যাফে রয়েল মিলনায়তনে সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. সৈয়দ সাখসওয়াত হোসেনের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা গবেষক কবি ও লেখক তাজুল মোহাম্মদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ,গনফোরাম সভাপতি মফিজুল ইসলাম কামাল।
এসময় সভায় বক্তারা বলেন, অতি সম্প্রতী বাংলাদেশের কুমিল্লায় বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্চনা করে। এই বয়োবৃদ্ধ মুক্তিসংগ্রামীর গলায় জুতোর মালা পরিয়ে জেলা থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে জামায়াত ও তাদের দোসররা। জন্মভূমি বাংলা এখন সব সম্ভবের দেশ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়েই রাষ্ট্র পরিচালনায় যায় বালকরা। শিক্ষকের গলায় জুতার মালা,শিক্ষিকার গায়ে হাত, মুক্তিযোদ্ধা পরিচয় পেলেই চড়াও হওয়া,নাজেহাল করা,গলায় জুতো ঝুলানো হচ্চে তথাকথিত বিপ্লবের বৈশিষ্ট্য। এটাই ইউনুস ,আসিফ, জঙ্গি – সন্ত্রাসী গোষ্ঠী ,একাত্তরের পরাজিত শত্রু ও তাদের বিদেশি মিত্রদের সম্মিলিত যুদ্ধের ফলাফল। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পরিণত করেছে ওরা পাকিস্তানে।
জাতির শ্রেষ্ঠ সন্তানকে অপমানিত করায় ধিক্কার ও ঘৃনা জানিয়ে এসময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল,ইয়াকুব আলী ও রশীদ খান।
আবেগাপ্লুত কণ্ঠে সুবল পাল বলেন, ‘৭১ এ জীবন বাজি রেখে লড়াই করেছি। সহযোদ্ধাদের পবিত্র লাশ ডিঙ্গিয়ে শত্রু তাড়িয়ে নিয়ে গেছি। তারপরও ত্রিশ লাখ মানুষের জীবন এবং চার লাখ মা-বোনের ইজ্জত হারাতে হয়েছে। সেই বাংলাদেশকে ওরা পাকিস্তান বানিয়েছে।’
উক্ত সভায় মূল্যবান বক্তব্য রাখেন অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য ,ড. সৈয়দ জাহিদ হোসেন , জিয়াউল হক জিয়া, বাবলা দেব, এডভোকেট শামসুল ইসলাম ,সাজেদা হোসেন , মাশরেকুল আলম খান,বজলুর রশীদ বেপারী,জেবুল হাসান, সাজ্জাদ হোসেন সুইট,সুলতান আহমেদ ,আলেক চক্র,রিপন চন্দ , বাকী বিল্লাহ বকুল ও অলোক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মফিজুল ইসলাম খান কামাল আমাদের মুক্তিযুদ্ধের পূর্বাপর ইতিহাস মেলে ধরেছিলেন সংক্ষিপ্ত সময়েও।সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর চক্রান্ত এবং ভারত ও সোভিয়েত ইউনিয়নের সহযোগিতার কথা স্মরণ করেন। এবং সভাপতির বক্তব্যে সৈয়দ সাখসওয়াত হোসেন মুক্তিযুদ্ধের চেতনা
বিরোধী সকল তৎপরতা প্রতিহত করার জন্য দেশপ্রেমিক দল ও মতের লোকদের সোচ্চার হবার আহ্বান জানান।লাগাতার কর্মসূচি পালনেরও পরামর্শ তেন তিনি ।
অনুষ্টিত প্রতিবাদ সভায় উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধার হাতে ফুল তুলে দেন গোলাম মোহাম্মদ মোতাহির মিয়া।
উল্লেখ্য যে, গত রোববার (২২ ডিসেম্বর)কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। চৌদ্দগ্রামের নিজ এলাকা কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। রাতে জুতার মালা ও এলাকায় থেকে ত্যাগ করার নির্দেশ দেওয়ার ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকেও ভাইরাল হয়েছে।
উপদেষ্টা মন্ডলির সভাপতি : লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজকর্মী কবি ইমদাদুন খান
সম্পাদক : জাকিয়া সুলতানা মনি
প্রধান বার্তা সম্পাদক : আবুল হোসেন
যোগাযোগ: চিফ নিউজ এডিটর: আবুল হোসেন, সুরমা মার্কেট সিলেট, +8801725167503
জয়েন্ট নিউজ এডিটর: আব্দুস সামাদ আফেন্দি নাহিদ, সুনামগঞ্জ +8801312125827
হেড অব নিউজ: মোসফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ 01756464823
ডেক্স ইনচার্জ: রোকন উদ্দিন,তাহিরপুর +8801785752013
ইমেলঃ vatirkantho@gmail.com
Design and developed by Web Nest