সরাইলে প্রবীণ বিএনপি নেতার মৃত্যু, মির্জা ফখরুলের শোক

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

সরাইলে প্রবীণ বিএনপি নেতার মৃত্যু,  মির্জা ফখরুলের শোক

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি::

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আরিফুর রহমান টুনু(৯৫) বার্ধক্যজনিত কারনে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহবাজপুর গ্রামের মাস্টাপাড়ার নিজ বাড়িতে মৃত্যুবরন করেন( ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিয়ুন)।

প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব এক শোকবার্তায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে বিশ্বাসী মরহুম আরিফুর রহমান টুনু দলের একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে সাহসী ভূমিকা পালন করার কথা উল্লেখ করেন এবং
তিনি প্রয়াত এই নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও শোক প্রকাশ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আনিছুল ইসলাম ঠাকুর ও সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু,শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুবুর রহমান ও সাধারণ সম্পাদক মুন্সী আমান মিয়া সহ স্থানীয় বিএনপি নেতা-কর্মীগণ।
উল্লেখ্য আজ শুক্রবার বাদ জুমা শাহবাজপুর ঈদ গাহ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ